RCB: মুম্বইয়ের কাছে দিল্লি হারতেই উচ্ছাসে মাতলেন বিরাট কোহলি-ফ‍্যাফ ডুপ্লেসিরা, ভিডিও পোস্ট আরসিবির

0
1

শনিবার রাত যেন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) উত্তেজনার রাত। মাঠে না নেমেও যেন দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নেমেছেন বিরাট কোহলি, ফ‍্যাফ ডুপ্লেসিরা। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে আগেই চলে গিয়েছে তিনটি দল, বাকি ছিল চতুর্থ স্থান। লড়াই চলছিল দিল্লি বনাম আরসিবির মধ‍্যে। আর মুম্বই শনিবার দিল্লিকে হারাতেই সেলিব্রেশনে মাতলেন বিরাট কোহলি, ডুপ্লেসিরা। মধ্য রাতেই শুরু হয় নাচ, হুল্লোড়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি।

শনিবার দিল্লি-মুম্বই ম্যাচের শুরু থেকেই টেলিভিশনের সামনে বসেছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা। ম্যাচের একটি বলও বাদ দেননি তাঁরা। টানা চার ঘন্টা ধরে টিভির সামনে বসেছিলেন আরসিবির ক্রিকেটার ও কোচ-সাপোর্ট স্টাফরা। দিল্লির প্রতিটি উইকেট ও মুম্বইয়ের প্রতিটি বাউন্ডারিতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তারা। আর এই মুহুর্তগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি।

আইপিএলের প্লে-অফ পর্বে আগেই পৌঁছে গিয়েছিল গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। চতুর্থ দল হিসাবে গেল আরসিবি।

আরও পড়ুন:Thomas Cup: টমাস কাপ জিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শ্রীকান্ত-লক্ষ‍্য সেনরা