India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতীয় দল, দলে ফিরলেন পুজারা

0
1

দক্ষিণ আফ্রিকার ( South Africa) পাশাপাশি এদিন ঘোষণা করা হল ইংল্যান্ডের ( England) বিরুদ্ধে ভারতীয় দল (India Team)। ইংল‍্যান্ডে বিরুদ্ধে বাকি পঞ্চম টেস্ট। সেই টেস্ট ম‍্যাচের জন‍্য এদিন ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দলে ফিরলেন চেতেশ্বর পুজারা। এ ছাড়াও, টেস্ট দলে ডাক পেলেন প্রসিদ্ধ কৃষ্ণাও। তবে ডাক পেলেন না অজিঙ্কে রাহানে। ম্যাঞ্চেস্টারে আগামী ১ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট।

কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেটে দাপুটে ছন্দে ছিলেন চেতেশ্বর পুজারা। দু’টি দ্বিশতরান এবং দু’টি শতরান করেন। চার ম্যাচে সাতশোরও বেশি রান ছিল তাঁর পকেটে। যার ফলস্বরূপ ভারতীয় দলে ডাক পেলেন তিনি। পুজারা ডাক পেলেও ডাক পেলেন না ঋদ্ধিমান সাহা। ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ইংল‍্যান্ড বিরুদ্ধে  নেওয়া হয়েছে কেএস ভরতকে। যার ফলে বোঝাই যাচ্ছে ঋদ্ধির জন‍্য জাতীয় দলের দরজা বন্ধই করে দেওয়া হল।

একনজরে টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, হনুমা বিহারি, চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থ, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

আরও পড়ুন:India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতীয় দল, দলে ফিরলেন দীনেশ কার্তিক