Chandannagar: অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় বঙ্গ তনয়ার

0
1

দেশের সর্বোচ্চ শৃঙ্গে (Everest Summit)পৌঁছে গেল এক বাঙালি মেয়ে। সব প্রতিকূলতাকে জয় করে অক্সিজেন(Oxygen) ছাড়াই এভারেস্ট শৃঙ্গ ছুয়ে ফেলল(Everest Summit) হুগলির চন্দননগরের (Chandannagar) মেয়ে পিয়ালী বসাক(Piyali Basak)। শুধু বাংলার নয় দেশের কাছেও এটা গর্বের, কারণ পিয়ালী (Piyali Basak) প্রথম ভারতীয় মহিলা ,যিনি অক্সিজেন সাপোর্ট ছাড়াই এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন।


ঘড়ির কাঁটায় সকাল সাড়ে আটটা । রবিবারের মেঘলা আকাশের অলস মেজাজে বাঙালি যখন প্রাতরাশ করার তোড়জোড় করছে , তখন বাংলার মেয়েটা পৃথিবীর বুকে নিজের নাম খোদাই করে ফেলেছে। এর আগে ২০১৮ সালে মানাসুলু জয় করেন তিনি। তার আগে এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। কিন্তু হার না মানা মানসিকতা আর অদম্য জেদ তাঁকে পিছিয়ে যেতে দেয়নি।গত ৫ সেপ্টেম্বর  মিথিলা এক্সপ্রেসে চড়ে রকসৌল পৌঁছে যান পিয়ালী। সেখান থেকে পরবর্তী গন্তব্য নেপাল।

এজেন্সির সহায়তায় অক্সিজেন ছাড়া এভারেস্টের  শৃঙ্গ জয় করা সহজ ছিল না। পিয়ালী ছাড়াও আরও দুই ভারতীয় ও চার শেরপা এই অভিযানে ছিলেন। তবে প্রত্যেক এই অক্সিজেন নিয়েছিলেন। পিয়ালী ছিলেন ব্যতিক্রমী। মধ্যবিত্ত পরিবারের বাঙালি মেয়েটিকে এই অভিযানে পৌঁছতে বারবার অর্থকষ্টে পড়তে হয়েছে,  কিন্তু ইচ্ছা শক্তির কাছে শেষমেষ হার মেনেছে সবটাই। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার।