অর্জুনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইট অভিষেকের, ৩০ তারিখ শ্যামনগরে সভা

0
5

ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসেই তৃণমূলে (TMC) ফিরলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁকে উত্তরীয় পরিয়ে দলের স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তারপরে নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) অর্জুনকে উষ্ণ অভ্যর্থনা জানান অভিষেক। লেখেন,

“শ্রী অর্জুন সিংকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। তিনি বিজেপির মতো বিভেদকামী শক্তি প্রত্যাখ্যান করেছেন এবং আজ তৃণমূল পরিবারে যোগ দিয়েছেন। সারা দেশে মানুষ কষ্ট পাচ্ছে এবং তাদের এখন আমাদের আগের চেয়ে বেশি প্রয়োজন। এই লড়াই চলুক!” নিজের টুইটার হ্যান্ডেলে অর্জুনকে স্বাগত জানানোর ছবিও পোস্ট করেন অভিষেক।

এরপরেই অর্জুন সিং সেই টুইট নিজের টুইটারে রি-টুইট করে অভিষেককে ধন্যবাদ জানান। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক জানান, ৩০ মে শ্যামনগরের অন্নপূর্ণা জুটমিলের মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিনই তৃণমূলে ফিরতে পারেন অর্জুন-পুত্র পবন সিং।

এদিকে তৃণমূলে যোগ দেওয়ার পরেই নিজের ফেসবুক এবং টুইটার হ্যান্ডেলের ছবি পরিবর্তন করেন অর্জুন।

আরও পড়ুন- বাংলায় ফেসবুকে রাজনীতি হয় না: ফুল-বদলের পরেই বিজেপিকে তীব্র কটাক্ষ অর্জুনের