Yamunotri: বৃষ্টিতে ধস নেমে রাস্তা বন্ধ, যমুনোত্রীর পথে আটকে বহু পুণ্যার্থী

0
1

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের উত্তরকাশী এবং চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নেমেছে। বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি চলাচলও করতে পারছে না। এ অবস্থায় যমুনোত্রী যাওয়ার পথে আটকে পড়েছেন বহু পুণ্যার্থী । জানা গিয়েছে প্রায় ১০, ০০০ পুণ্যার্থী যমুনোত্রীর পথে আটকে রয়েছেন। খাদের ধারের রাস্তার প্রাচীরের বিভিন্ন অংশ বৃষ্টিপাতের ফলে ভেঙে ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করা না করা হলে বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে বলে মনে করছে উত্তরাখণ্ড প্রশাসন।তীর্থ করতে গিয়ে মাঝরাস্তায় আটকে পড়া প্রায় ১০ হাজার পুণ্যার্থী আশ্রয়ের অভাবে উপর রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এর ফলে ওই রাস্তাগুলি দিয়েও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

উত্তরকাশী জেলা প্রশাসন জানিয়েছে, ছোট গাড়িতে ধাপে ধাপে পু্ণ্যার্থীদের সরানো হচ্ছে। কিন্তু ধস পুরোপুরি সরিয়ে রাস্তা বাস চলাচলের উপযুক্ত করতে অন্তত আরও তিন দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে আটকে পড়া চারধাম যাত্রীদের নিরাপদ আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার।