বেনজির প্রতিবাদ: কানের রেড কার্পেটে ‘অর্ধনগ্ন’ ইউক্রেনীয় তরুণী

0
1

কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) রেড কার্পেটে নিরাপত্তার বেড়াজাল ভেঙে অর্ধনগ্ন হয়ে ঢুকে পড়লেন এক তরুনী। ইউক্রেনের(Ukraine) রুশ আগ্রাসনের প্রতিবাদে তাঁর এমন বেনজির আচরণ। এমন অভিনব, হতবাক করা প্রতিবাদের সাক্ষী থাকল ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival)।’

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যখন ব্যস্ত সেলিব্রিটিরা, ঠিক সেই সময়ই নিরাপত্তার বেড়াজাল ভেঙে রেড কার্পেটে অর্ধনগ্ন হয়ে ঢুকে পড়লেন এক মহিলা! গায়ে তাঁর আঁকা ইউক্রেনের পতাকা। সঙ্গে লেখা ‘আমাদের ধর্ষণ করা বন্ধ হোক!’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কি এই উৎসবে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছিলেন। তিনি আগেই বলেছেন, রুশ সেনাদের হাতে ইউক্রেনের কয়েকশ নারীর ধর্ষিতা হয়েছে,রেহাই পায়নি শিশুরাও। সেই প্রতিবাদেই লাল কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেললেন তরুণী।মহিলা চিৎকার শুরু করেন তাঁকে আটকাতে তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা দ্রুত ধরে নিয়ে নীচে নামিয়ে নিয়ে যান।

সূত্রের খবর, ঘটনাটি ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’-এর প্রিমিয়ারের রেড কার্পেটে ঘটেছিল। সেই সময় পরিচালক এবং তারকারা উপস্থিত ছিলেন।