মাসির বাড়ি বেড়াতে এসে বহুতল থেকে পড়ে ছাত্রের মৃত্যু

0
3

মাসির বাড়ি বেড়াতে এসে ছাত্রের মৃত্যুর (Death of Student) ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনা কলকাতার তপসিয়া (Topsia) এলাকার।

জানা যায় মৃত ছাত্রের নাম আনন্দ উপাধ্যায়। লিলুয়ার ডন বস্কো স্কুলের (Don Bosco School) ছাত্র সে।মাসির বাড়ি বেড়াতে এসেছিল সে। খাওয়া দাওয়ার পর আচমকাই বহুতল থেকে পড়ে যায় সে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয় নি। এভাবে ছাত্রের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।স্থানিয়দের তরফ থেকে জানান হয়েছে আচমকাই বিকট শব্দ পান তাঁরা। ছুটে এসে দেখেন বহুতল থেকে নিচে পড়ে আছে আনন্দ। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হলে স্থানিয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা যায়। এলাকায় , পরিবারে শোকের ছায়া।