আচমকা কালবৈশাখীতে বিপর্যস্ত জনজীবন! গাছ ভেঙে বিপত্তি, বাতিল উড়ানও

0
1

দক্ষিণবঙ্গের জেলায় জেলায়(District) দাপট শুরু কালবৈশাখীর(Thunderstrom)। ঝড়ের দাপটে বিভিন্ন জেলায় মূহুর্তে বড় বড় গাছ আছড়ে পড়েছে রাস্তা জুড়ে। আহত হয়েছেন দুজন। মৃত্যু হয়েছে একজনের। আবহাওয়া দফতর সূত্রের খবর ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার।

প্রিন্স আনোয়ার শাহ রোড, পার্কস্ট্রিট ,দেশপ্রিয়পার্ক, রাসবিহারী, বেহালা, রেড রোড,ধর্মতলা সহ কলকাতার বিস্তীর্ণ এলাকা ঝড় -বৃষ্টিতে কাবু। কয়েকটি এলাকায় জমেছে জল। এছাড়া ডায়মন্ডহারবার ,সিঙ্গুর, ব্যারাকপুর, বাঁকুড়া, বর্ধমান সর্বত্র ঝড় বিধ্বস্ততার একই চিত্র। ইডেন গার্ডেন্সের পিচের কভার উড়ে গেছে ঝড়ের দাপটে। আলিপুরে গাছ তো পড়েছেই সেই গাছের তলায় চাপা পড়েছে পুলিশ সার্জেন্টের মোটরবাইক। ধর্মতলায় গাছ উপড়ে ভেঙেছে রেলিং।

ঝড়-বৃষ্টির জেরে সাময়িকভাবে বন্ধ ছিল টালিগঞ্জ নিউ গড়িয়া মেট্রো পরিষেবা। আপাত বন্ধ রয়েছে হাওড়ার কর্ড লাইন এবং মেন লাইনের ট্রেন।ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। ঝড়ের পরিস্থিতিতে ভুবনেশ্বরে কলকাতামুখী দুটি বিমানকে জরুরী অবতরণ করানো হয়েছে।

প্রসঙ্গত ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেইমত বিকেল ৪টে ৩০ নাগাদ কালো হয়ে আসে আকাশ। তারপরেই শুরু হয়ে যায় কালবৈশাখীর দাপট।