জ্ঞানবাপী নিয়ে উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার দিল্লির অধ্যাপক

0
1

জ্ঞানবাপী মসজিদের(GyanVapi Mosque) ভিতর খোঁজ পাওয়া গিয়েছে শিবলিঙ্গের। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তাল গোটা দেশ। আর এই ইস্যুকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের(Delhi University) এক সহযোগী অধ্যাপককে। শুক্রবার রাতে দিল্লি পুলিশের সাইবার থানার অফিসাররা গ্রেফতার করে অভিযুক্ত ওই অধ্যাপক রতন লালকে(Ratan Lal)।

গত মঙ্গলবার উত্তেজক পোস্টের অভিযোগে রতন লালের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টের অভিযোগে থানায় এফআইআর দায়ের করেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দল। তাঁর অভিযোগ, অধ্যাপক লাল সম্প্রতি জ্ঞানবাপী ‘শিবলিঙ্গ’ নিয়ে “অবমাননাকর, উস্কানিমূলক এবং উত্তেজক টুইট” করেছেন। অভিযোগকারীর কথায়, লাল আদালতে বিচারাধীন ও সংবেদনশীল একটি বিষয় নিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে যে বিবৃতি দিয়েছেন তা “উস্কানিমূলক”। অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপকের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা এবং সম্প্রীতি নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিত কাজ করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আতঙ্ক, ভারতেও সতর্কবার্তা জারি কেন্দ্রের

এদিকে নিজের পোস্ট ও এফআইআর দায়ের প্রসঙ্গে ওই অধ্যাপক জানান, “ভারতে, আপনি যদি কোনও বিষয়ে কথা বলেন, কারও অনুভূতিতে আঘাত করা হবে। তাই এটি নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ এবং বেশ কয়েকটি পর্যবেক্ষণ করেছি। আমি সেগুলি লিখেছি। আমি আমার পোস্টে খুব সতর্ক ভাষা ব্যবহার করেছি।”