রাজ্যের অনুমতি না নিয়ে মালদহে ২০ টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল বিহার পুলিশ

0
1

রাজ্য সরকারের অনুমতি না নিয়ে, রাজ্য সরকারকে কিছু না জানিয়ে বাংলায় ঢুকে পরপর ২০ টি বাড়ি ভেঙে তছনছ করে দিল বিহার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তার ধার বরাবর জমিতে ঘর বানিয়ে প্রায় ৭০ বছর ধরে এই পরিবার গুলি বসবাস করছিল। তাদের সরাতে এই পরিকল্পনা বলে জানা গেছে। গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় কুমেদপুর ফাঁড়ি এবং হরিশ্চন্দ্রপুর থানায় অভিযান জানানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সহরাবহরা মৌজা সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত রাজ্য সড়কের ধারে প্রায় ২০টি পরিবার ৭০ বছর ধরে বাস করছে। এদের নিজস্ব কোনও জমি নেই। তাই বাধ্য হয়ে সরকারি জমিতে রাস্তার ধারে কুড়ে ঘর বানিয়ে বাস করছে পরিবারগুলো। এই নিয়ে ঝামেলা যদিও বহুদিন ধরেই । ওই পরিবারগুলির অভিযোগ গতকাল রাতে একদল লোক পুলিশের পোশাক পরে এসেছিল। সবাই হিন্দিতে কথা বলছিল। এর মধ্যে অনেকেরই হাতে বন্দুক ছিল।