Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জয় ভারতের

0
2

তিরন্দাজি বিশ্বকাপ ( Archery World Cup) ফাইনালে ভারতের ( India) সোনা জয়। শনিবার তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় কম্পাউন্ড পুরুষ দল জিতল সোনার পদক। এদিন ফ্রান্সের বিরুদ্ধে জয় লাভ করে সোনা জিতে নিল তারা। আর এর জেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে স্বর্ণপদক অর্জন করল ভারত।

দক্ষিণ কোরিয়ার গুয়াংঝৌতে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। বিশ্বকাপের চতুর্থ বাছাই এই ভারতীয় পুরুষ দলে ছিলেন অভিষেক ভর্মা, আমান সাইনি ও রজত চৌহান। এদিন ফাইনালে ষষ্ঠ বাছাই ফ্রান্সের বিরুদ্ধে প্রথম দুই রাউন্ডে পিছিয়ে ছিল ভারত। কিন্তু শেষ রাউন্ডে দুর্দান্ত কামব্যাক করে ভারতীয় দল। ২৩২-২৩০ ফলে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে দেয় ভারতের তিরন্দাজি দল। আর এর জেরে তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ২ তে সোনা জিতে নেয় ভারত। গত বছর বিশ্বকাপ স্টেজ ১ এ এই ফ্রান্সকেই মাত্র এক পয়েন্টের ব্যবধানে হারিয়েছিল ভারতের এই ত্রয়ী তিরন্দাজ।

তবে শুধু সোনা জয়ই নয়, ব্রোঞ্জ পদকও জয় লাভ করে ভারত। মিক্সড দলগত ইভেন্টে অভিষেক ভর্মা ও অভনীত কৌর শীর্ষবাছাই তুরষ্কের আমিরকান হানে ও আইসে বেরা সুজেরকে ১৫৬-১৫৫ ফলে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন।

আরও পড়ুন:R Pragganandhaa: ফের বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ