ভূপতিনগরে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির মিছিল থেকে হামলা, জখম ৪

0
1

বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নেতৃত্বাধীন মিছিল থেকে হামলা। জখম হন চারজন। শনিবার, বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের (East Midinapur) ভূপতিনগর। থানা ঘেরাও করতে গেলে বিজেপির মিছিল আটকায় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে ভূপতিনগর থানা সংলগ্ন এলাকা। গেরুয়া শিবিরের মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে জখম হন চারজন। অভিযোগ, থানার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শাসকদলকে নিশানা করায় উত্তেজনা ছড়ায়।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভূপতিনগরের সুশীলা মোড়ে বিজেপির কর্মসূচি ছিল। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলকে লক্ষ্য করে অশোভনীয় স্লোগান দেওয়ায় প্রতিবাদ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দু’পক্ষের বচসা বেঁধে যায়। পুলিশ (Police) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বিজেপি কর্মী-সমর্থকরা ভূপতিনগর থানা ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “কোনও বাধার কাছেই নতিস্বীকার নয়।” এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।