আইনি গেরোয় অমিতাভ,শাহরুখ, অজয়, রণবীর চার তারকা

0
2

পান মশলা ও গুটখার বিজ্ঞাপনে মুখ দেখানোর অভিযোগে বিহারের আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হল বলিউডের ৪ সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান , অজয় দেবগন এবং রনবীর সিংয়ের বিরুদ্ধে । তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে বলেও জানা গিয়েছে।

 

বিহারের মুজফ্‌ফরপুরের সিজেএম আদালতে চার তারকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সমাজকর্মী তমান্না হাশমি। তাঁর অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে প্রভাবিত করে । শারীরিকভাবে অত্যন্ত ক্ষতিকর এইসব মাদক জাতীয় বস্তু সাধারণ মানুষকে ব্যবহারে বাধ্য করছেন এই তারকারা। নিজেদের স্বার্থে এই তারকারা সমাজের ক্ষতি করছেন। এই ক্ষতিকর পণ্যগুলির দিকে সমাজের সাধারণ মানুষকে এরাআরও বেশি করে আকৃষ্ট করছেন। তাই আদালতের কাছে ওই আইনজীবীর আবেদন, চার তারকার নামে এফআইআর করুক পুলিশ।