ভূস্বর্গে নির্মীয়মান টানেল ধসের ঘটনায় এখনও নিখোঁজ বাংলার ৫ শ্রমিক

0
3

জম্মু ও কাশ্মীরের নির্মীয়মান টানেলে আচমকাই ধস নামার ঘটনায় আটকে পড়েন অন্ততপক্ষে ১২ জন শ্রমিক। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ৫ জন শ্রমিক। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। ইতিমধ্যেই চারজনের খোঁজ মিলেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম।


আরও পড়ুন:বাঙালি পরিচারিকার উপর পাশবিক নির্যাতন, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু দিল্লিতে


নিখোঁজ বাঙালি শ্রমিকদের নাম হল, যাদব রায় (২৩), গৌতম রায় (২২), সুধীর রায়(৩১) দীপক রায়(৩৩)  পরিমল রায়(৩৮)। এঁরা প্রত্যেকেই এক পরিবারের সদ্য কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রশাসনের তরফে তাঁদের খোঁজ চলছে।


উল্লেখ্য, প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের নির্মাণকাজ চলার সময় আচমকাই জম্মুর রামবাণ জেলার মাকেরকোটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়ে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ।ইতিমধ্যেই ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আটকে পড়া শ্রমিকদের কাছে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে, তার ব্যবস্থা করা হচ্ছে। সুড়ঙ্গের ধস বেশ অনেকটা জায়গা জুড়ে নামায় শ্রমিকরা গুরুতর আহত হতে পারেন বলে মনে করা হচ্ছে।


তবে, কীভাবে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গটি ভেঙে পড়ে, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর মনে করা করা হচ্ছে সুড়ঙ্গের কাঠামো পোক্ত না হওয়ায় এই বিপত্তি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।