সকাল থেকে গুমোট গরম (Sultry Weather), মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে(South Bengal)। পাশাপাশি গরম ও অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather department)। তবে বিকেলের দিকে কালবৈশাখী (Thunderstorm)হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ফের বৃষ্টিতে (Rain)ভিজতে চলেছে কলকাতা (Kolkata)৷ অনিয়মিত বৃষ্টির জেরে গরম থেকে মুক্তি মিলছে না কিছুতেই। তবে আজ শুক্রবার আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। কলকাতায় রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস ৷ তবে আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি,কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির পরিমান কমবে উত্তরবঙ্গে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ প্রায় ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অতি সামান্য বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম শক্তিশালী বাতাসের কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে।আজ, শুক্রবার রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
















































































































































