এসএসসি মামলায় পার্থকে পক্ষ করার নির্দেশ, সম্পত্তির হিসাব চাইল কোর্ট

0
1

এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পক্ষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে পার্থর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপধ্যায়ের  যাবতীয় সম্পত্তির হিসেব হলফনামা আকারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এদিন শুনানি শেষে পার্থর এই আবেদন খারিজ করে দেয়। ফলে সিবিআই চাইলেই এখন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। এদিকে শুক্রবারই সিবিআই পার্থকে আগামী সপ্তাহে ফের হাজিরা দেওয়ার নির্দেশ  দিতে পারে বলে জানিয়ে দিয়েছে।  অর্থাৎ কোনোরকম রক্ষাকবচ ছাড়াই  আগামী সপ্তাহে পার্ধ চট্টোপধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।