জবাবে সন্তুষ্ট নয় CBI। আজ, বৃহস্পতিবার ফের পরেশ অধিকারীকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেইমতো সময়মতো MLA হস্টেল থেকে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন পরেশ। সময়ের কিছুক্ষণ আগেই পৌঁছে যান সিবিআই দফতরে।


আরও পড়ুন:বিজেপির চাকরি দুর্নীতির আঁতুরঘর কল্যাণী এইমস, ফের পরীক্ষা ছাড়াই নিয়োগের অভিযোগ


এসএসসি নিয়োগ মামলায় বৃহস্পতিবার তিনঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের শুক্রবারও পরেশকে তলব করে CBI। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ নিজাম প্যালেস ঢোকেন পরেশ অধিকারী৷ ঠিক রাত সাড়ে ১০টার পর নিজাম প্যালেস ছেড়ে বেরোন তিনি৷


প্রথমবার সিবিআই-এর তলব পেয়ে আচমকাই ‘উধাও’ হয়ে যান পরেশ অধিকারী। বৃহস্পতিবার বেলা তিনটের মধ্যে পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে হাজিরার জন্য ‘শেষ সুযোগ’ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু হাজিরা না দিয়ে একটি ই-মেইল করে হাজিরার জন্য সময় চেয়ে নেন পরেশ অধিকারী। এরপরই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় আদালত। শেষমেশ সন্ধে নাগাদ কলকাতায় পৌঁছলে তাঁকে সিবিআই দফতরে নিয়ে যায় বিধাননগর কমিশনারেটের পুলিশ।


উল্লেখ্য পরেশ অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেন CBI আধিকারিকরা। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর পরেশ অধিকারী এড়িয়ে গিয়েছেন বলে সিবিআই সূত্রের খবর। সেই কারণেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সিবিআই।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































