একাধিক সম্পর্ক ছিল পল্লবীর, এই কথা ফাঁস করেছিলেন খোদ অভিনেত্রীর মা

0
2

অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey)মৃত্যুর পর থেকে রোজই তাঁকে নিয়ে নানা চর্চা। সাধারণ মধ্যবিত্ত (Middle Class) পরিবারের উচ্চাকাঙ্খা, নিজের গন্ডিতেই থাকব, একা থাকব,একা বাঁচব ফলে নিজের অনিশ্চয়তার সময় হাত বাড়ালে দেখা যায় সামনে কেউ নেই,কিছু নেই। পল্লবী, সাগ্নিকের জীবনে এমন দোলাচলতা সবসময়ই ছিল।যাঁর পরিণতি সবার জানা।

সাগ্নিক কিছুটা আড়ালে থাকতে পারলেও, বহু আগে থাকতেই পল্লবী ছোটপর্দার সুবাদে কখনও তাঁর পুরনো প্রেম, কখনও কেরিয়ার নিয়ে সবসময় লোক সমক্ষে। টেলিভিশনের বিভিন্ন শোয়ে দেখা যেত তাঁকে। এবার সোশ্যাল মিডিয়া (Social media)জুড়ে ছড়িয়ে পড়ল পল্লবী ও তাঁর মায়ের এক ভিডিও। যেখানে পল্লবীর মায়ের মুখে শোনা গেল পল্লবীর ব্যক্তিগত জীবন অজানা সব কথা।

মা সঙ্গীতা দে-কে সঙ্গে নিয়ে বহুবার রিয়্যালিটি শো দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী পল্লবী দে। শোয়ে অংশ নিয়ে ছিলেন পল্লবীর বান্ধবী প্রত্যুষা পাল এবং অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়। দিদি নাম্বার ওয়ানের এক এপিসোডে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় পল্লবীর মাকে প্রশ্ন করেছিলেন, পল্লবী নিশ্চয়ই আপনাকে সব বলে, বিশেষ কারও কথা কোনও দিন বলেছে? পল্লবীর মা স্পষ্ট জানান, ‘‘না এখনও বলেনি। আসলে ওর জীবনে তো অনেকেই এসেছে, গিয়েছে। কিন্তু মেয়ে বার বার বলে, হচ্ছে না ঠিক।’’ সঙ্গীতার মায়ের মুখে এ কথা শুনে শুটিং ফ্লোরে হাসিতে ফেটে পড়েছিলেন সবাই।

এই কথা প্রসঙ্গে পল্লবীও জানান তাঁর সঙ্গে থাকা বেশ কঠিন। কারণ, প্রেমিককে তাঁর সব কথা শুনতে হবে। আর তা না শুনলেই বকাঝকা চলবে। পল্লবীর মা বলেছিলেন, পল্লবীর এই ব্যবহারের জন্যই হয়তো তাঁর কোনও সঙ্গী টেকে না!

পল্লবী দে’র  অকালমৃত্যুর পর তদন্তে উঠে এসছে সাগ্নিকের অনিয়ন্ত্রিত জীবনের নানা তথ্য। বেআইনি কলসেন্টার চালিয়ে সেখান থেকেই লক্ষাধিক টাকার  গাড়ি, হাতে কয়েক লক্ষ টাকার আংটি, শহরের নামীদামি নাইট ক্লাবে অহরহ আনাগোনা চলতো তাঁর। তদন্তকারী অফিসারদের ধারণা, এসব দেখিয়েই বান্ধবীদের আকৃষ্ট করতেন সাগ্নিক।