Madhyamik Results 2022 : জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে

0
6

আগামী মাসেই অর্থাৎ জুন মাসেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। স্কুল শিক্ষা দফতর  সূত্রে এমনটাই জানানো হয়েছে।  মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ইতিমধ্যেই ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। আর কিছু নম্বর জমা পড়া বাকি । আগামী  কয়েকদিনের মধ্যেই বাকি নম্বর জমা পড়ে  যাবে বলে জানানো হয়েছে।  যদিও পর্যদ সূত্রে জানানো হয়েছে ফলপ্রকাশের দিন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মাধ্যমিক ২০২২ এর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা, wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইট গুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানতে পারবে। তবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও ফল  জানা যেতে পারে। করোনা আবহের পরে  দীর্ঘ ২ বছর পর চলতি বছরে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়।  চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩।