ঢালাই রাস্তার উদ্বোধন , এলাকাবাসীকে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপহার

0
4

কানাইপুর(Kanaipur)বারোয়ারীতলা এলাকার মানুষের দাবী মেনে নিয়ে নতুন রাস্তা(New Road)এলাকাবাসীকে উপহার দিলো কানাইপুর গ্রামপঞ্চায়েত। দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় ছিল এলাকার এই রাস্তাটি।সাধারণ মানুষকে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছিলো।এরপর এদিন নতুন ঢালাই রাস্তার উদ্বোধন করলেন গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব।

এদিন রাস্তা উদ্বোধনের সময় প্রধানের সঙ্গে ছিলেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।নতুন রাস্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব বলেন ‘কানাইপুর পঞ্চায়েত সবসময় কানাইপুর এর মানুষের পাশে ও সব সময় থাকবে।মানুষের সব পরিষেবার ক্ষেত্রেই কানাইপুর পঞ্চায়েত অনেক এগিয়ে’।