Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) গুজরাত টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে ইডেনে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার জেতায় বেঙ্গালুরুর ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট হল।

২) বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার নিখাত জারিন। বৃহস্পতিবার বিশ্ব মহিলা চ‍্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। এদিন থাইল্যান্ডের জিতপং জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন ভারতীয় বক্সার।

৩) আচমকা আইএফএ সচিব পদে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে পদত্যাগ করেও তা প্রত্যাহার করেছিলেন। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। ব্যক্তিগত এবং শারীরিক কারণ দেখিয়ে সচিব পদে ইস্তফা দিয়েছেন জয়দীপ।

৪) পরিবর্তন হল আইপিএল ফাইনালের সময়। ২৯ মে আইপিএল ফাইনাল। এখনও পর্যন্ত আইপিএলে ম‍্যাচ গুলো হত সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনালে সময় পিছিয়ে গেল আধ ঘণ্টা। ফাইনালে ম‍্যাচ শুরু হবে রাত আটটা থেকে। জানাল বিসিসিআইয়।

৫) ‘খারাপ লেগেছে ঋদ্ধিমান সাহার, তাই ও বাংলার (Bengal) হয়ে খেলতে চাইছেন না’। এদিন এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বাংলার কোচ অরুণ লাল । বাংলার হয়ে খেলতে না চাওয়ায় ঋদ্ধিকে ফোন করেন বাংলার কোচ। সেখানে অরুণ লালকে এমনটাই জানান ঋদ্ধি।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ