বর্ষার(Monsoon)জেরে আরও চার মাস পিছিয়ে যাচ্ছে বউবাজারের(Boubazar)কাজ। ঝুঁকি এড়াতে আপাতত বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশে কাজ বন্ধ রাখছে KMRCL৷ বর্ষা দীর্ঘতর হলে সেই কাজ আরও পিছিয়ে যাবে। আগামী সপ্তাহেই বউবাজার আসবেন KMRCL-এর এক্সপার্ট কমিটির সদস্য ভূ-বিশেষজ্ঞ প্রফেসর লিওনার্দো জন ইন্ডিকেট যিনি গতবার বউবাজারের যাবতীয় রিপোর্ট বানিয়েছিলেন। অন্যদিকে নতুন করে মাটি পরীক্ষা করতে চলেছে আই আই টি রুরকি।বউবাজারের মাটি পরীক্ষার রিপোর্ট অবধি অপেক্ষা।
অপরদিকে বন্ধ হয়েছে জল বেরনো। যে এগারোটি জায়গা থেকে ক্রমাগত জল বেরচ্ছিল তা গ্রাউটিং করে পুরোপুরি বন্ধ করে দেওয়া করে দেওয়া হয়েছে। তবে জল বেরনো বন্ধ মানেই গ্রাউটিং বন্ধ করে দেওয়া হবে এমনটা নয়। এক্সটেনসিভ গ্রাউটিংয়ের কাজ চলবেই। এর পাশে আরও একটি স্বস্তির খবর, সুড়ঙ্গ নীচের অংশে বন্ধ হয়েছে মাটির নড়াচড়া। বিভিন্ন জায়গায় বসানো মিটারে তা ইতিমধ্যেই ধরা পড়েছে। ফলে সেটেলমেন্ট হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। তাই কোনওবাড়িতে নতুন করে ফাটল ধরবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:একাধিক সম্পর্ক ছিল পল্লবীর, এই কথা ফাঁস করেছিলেন খোদ অভিনেত্রীর মা
২০১৯ সালের মতো এবারও সমস্যার কারণ ছিল জল চুঁইয়ে ঢোকা। টানেল বোরিং মেশিন বার করার প্রকোষ্ঠের প্রায় ৩৩.৩ মিটার নীচ থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছিল। মাটির নীচের প্রায় ৩৮ মিটার অংশের মধ্যে থেকে প্রায় ৯ মিটার অংশ যা এসপ্ল্যানেডের দিকের সেখানেই শুরু হয় এই সমস্যা।