কলকাতা নাইট রাইডার্সের (KKR) কোচের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের টেস্ট (England Test) দলের কোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। নাইট দলের দায়িত্ব ছাড়লেও, কেকেআরকে ভুলতে পারছেন না ম্যাকালাম। তাই তো বিদায়ী ভাষণে আবেগ ঝড়ে পড়ল তাঁর গলায়।

ম্যাকালাম বলেন, “যা-ই ঘটুক, আমার ফোন নম্বর তোমাদের সকলের কাছেই রয়েছে। যে কোনও সময় আমাকে স্বচ্ছন্দে ফোন করতে পার। আমার নজর তোমাদের ক্রিকেটের দিকে থাকবে। এই ফ্র্যাঞ্চাইজির দিকেও খেয়াল থাকবে আমার।”
দল ছাড়াও আলাদা করে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়রের প্রশংসাও করেন ম্যাকালাম। শ্রেয়সের প্রশংসায় ম্যাকালাম বলেন,”স্কিপার, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। ভাল করে চালাও। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা থাকল।”
আরও পড়ুন:Virender Sehwag: ভারতের সফল অধিনায়ক হিসাবে বিরাটের থেকে সৌরভকে এগিয়ে রাখলেন সেহবাগ


















































































































































