এসএসসি নিয়োগ মামলায় বেনজির পদক্ষেপ নিয়ে বুধবার মাঝরাতে শুনানি করেন হাইকোর্টর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।রাত ১২ টা ৩০ মিনিটের মধ্যে সিআরপিএফকে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিস ঘিরে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, হাইকোর্টের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না আচার্য সদনে।কিন্তু বেলা না গড়াতেই সেই নির্দেশিকা সংশোধন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


আরও পড়ুন:কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমসে নিয়োগ বিজেপি বিধায়কের কন্যাকে


বুধবার রাত থেকেই এসএসসি ভবন সিআরপিএফ ঘিরে রেখেছে। আজ,বৃহস্পতিবার দুপুর ১টার আগে এসএসসি দফতরে কোনও আধিকারিক, কর্মী প্রবেশের অধিকার ছিল না। মামলাকারীদের আবেদনকে মান্যতা দিয়েই নজিরবিহীন এই নির্দেশ দেয় উচ্চ আদালত। যদিও এবার সেই নির্দেশিকাকে সংশোধন করে হাইকোর্ট জানায়, এসএসসি ভবনে সচিব, সহ সচিব, চেয়্যারম্যান, উপদেষ্টা ছাড়াও ঢুকতে পারবেন স্টেনোগ্রাফার।




বুধবার রাতে এসএসসি দফতরে সিআরপিএফ মোতায়েন রাখার নির্দেশ দেয় আদালত। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র অফিস আচার্য সদনে সিআরপিএফ মোতায়েন প্রত্যাহার করতে হবে, এই আবেদন নিয়েই ডিভিশন বেঞ্চে যাচ্ছে কমিশন।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































