স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর । এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রার্থীদের নিয়োগপত্র দেবে। এ ক্ষেত্রে আদালতের নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন পালিত হয়, তা নিশ্চিত করার নির্দেশ এসএসসিকে দিয়েছে সরকার।


আরও পড়ুন:কলকাতায় করিশ্মা! চায়না টাউনের রাস্তায় শুটিংয়ে কাপুরকন্যা


বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য। ২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের চাকরির সুযোগ করে দিতেই এই নতুন পদ সৃষ্টি করা হল বলে জানানো হয়েছে।




সরকারের তরফে হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা কমিশনকে বলা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে যে নিয়োগের প্যানেল, তাতে যদি আদালতের নির্দেশে কোনও বদল আনতে হয়, তাও যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন করতে হবে।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































