শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj kundra) সময়টা বোধহয় ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় উঠে আসছে তাঁর নাম। পর্ণোগ্রাফি (Ponography) কেসের কিনারা হওয়ার আগেই এবার আর্থিক তছরুপের মামলায় নাম জড়াল রাজ কুন্দ্রার । বৃহস্পতিবার ব্যবসায়ী রাজ কুন্দ্রার নামে মামলা দায়ের করে ইডি (ED)।
২০২১ সালে পর্ণোগ্রাফি মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। প্রায় ২ মাস জেলে বন্দি ছিলেন তিনি। এরপর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। তারপর থেকে আর প্রকাশ্যে খুব একটা দেখা যায় নি তাঁকে। এই নিয়ে সেভাবে কোনদিন মুখ খোলেন নি রাজ পত্নী। এই ঘটনার পর একাধিকবার শিল্পা শেট্টিকে নানা সময়ে জনসমক্ষে দেখা গেলেও প্রকাশ্যে আসেননি রাজ কুন্দ্রা।এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেন। সেই রাজের নামে এবার মালা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)।
জানা যাচ্ছে পর্ণোগ্রাফি কেসের সঙ্গে যুক্ত থেকে আর্থিক তছরুপ করেছেন রাজ এই অভিযোগেরই বৃহস্পতিবার ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে ইডি। যদিও এই নিয়ে শিল্পার পরিবারের কারোর থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায় নি।
















































































































































