CBI হাজিরা এড়ানোয় এবার মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা?

0
4

সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, একের পর এক আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে নিজাম প্যালেসে CBI দফতরে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার, প্রায় সাড়ে তিনঘন্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস ছাড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কিন্তু আদালতের নির্দেশ সত্বেও কেন CBI দফতরে কেন হাজিরা দিলেন না মন্ত্রী পরেশ অধিকারী? বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। SSC দুর্নীতি নিয়ে মামলাকারীর পক্ষের আইনজীবী ফেরদৌস শামিম বুধবার নিজাম প্যালেসে CBI দফতরে আসেন এবং প্রশ্ন তোলেন, পরেশ অধিকারী হাজিরা না দিয়ে আদালত অবমাননা করেছেন। একইভাবে CBI পদক্ষেপ না নিয়ে সেই দোষেই দুষ্ট। যা নিয়ে আগামিকাল, বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হতে পারে হাইকোর্টে।

আরও পড়ুন- প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন পার্থ