নিউ টাউনে এ বছর ক্লক টাওয়ার সংলগ্ন মাঠে প্রথম সর্বজনীন দুর্গোৎসব হতে চলেছে। নিউ টাউন সর্বজনীন সমিতি দ্বারা পরিচালিত এই উৎসবে আছে মেলাও – তাই আশা করা হচ্ছে স্থানীয় অর্থনীতি ও চাঙ্গা হবেIতাছাড়া আছে আড্ডা জোন ও। এই দুর্গোৎসবকে সর্বতোভাবে সাহায্য করছেন হিডকো এবং এন কে ডি এ। পাশে আছে স্লেট পেন্সিল নিউ টাউন ওI আজ সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি জানালেন উপদেষ্টামণ্ডলীর অন্যতম এন কে ডি এ -এর চেয়ারম্যান শ্রী দেবাশিস সেনIএই দুর্গোৎসবের লোগো করেছেন প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী শুভাপ্রসন্ন। সেই লোগো ও আজ উন্মোচিত হল। সমিতির অন্যান্য সদস্য সদস্যাদের সাথে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক শ্রী সমরেশ দাস এবং সভাপতি ঊর্মিলা সেন. এই দুর্গোৎসবের প্রধান বিষয় হল নারী শক্তির জাগরণ। প্রতিমা নির্মাণে আছেন প্রখ্যাত শিল্পী ও ভাস্কর শ্রী প্রশান্ত পালI খুঁটি পুজো অনুষ্ঠিত হবে আগামী ১৩ ই জুলাই ,২০২২।
































































































































