পরিবর্তন হল আইপিএল (IPL) ফাইনালের সময়। ২৯ মে আইপিএল ফাইনাল। এখনও পর্যন্ত আইপিএলে ম্যাচ গুলো হত সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনালে সময় পিছিয়ে গেল আধ ঘণ্টা। ফাইনালে ম্যাচ শুরু হবে রাত আটটা থেকে। বৃহস্পতিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়, “ফাইনালের দিন একটি অনুষ্ঠান হবে, সেই কারণেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। করোনার পর থেকে আইপিএলের শুরু বা শেষে কোনও অনুষ্ঠান হচ্ছিল না। এ বারই প্রথম অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ বড় করেই সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।”
সূত্রের খবর, অনুষ্ঠানে থাকতে পারেন রণবীর সিং, এআর রহমান।
আরও পড়ুন:Kl Rahul: কেকেআরের বিরুদ্ধে জয় পেয়ে শ্রেয়সদের লড়াইকে কুর্নিশ কে এল রাহুলের


















































































































































