পরেশ অধিকারীকে ৩টের মধ্যে সিবিআই দফতরে হাজিরার  নির্দেশ

0
1

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে সিবিআই দফতরে  হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। গতকাল অর্থাৎ বুধবারই পরেশকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।  কিন্তু আদালতের নির্দেশকে কার্যত উপেক্ষাই করেছিলেন পরেশ।  আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি পরেশ। কিন্তু ফের একবার সুযোগ দেওয়া হল তাঁকে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। বৃহস্পতিবার সকালেই সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানেই থাকুন বিকেল ৩টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে। আদালতের নির্দেশ অবমাননা নিয়ে মন্ত্রীকে এমনই নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি পরেশ। এই ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করানোর পর বৃহস্পতিবার সকালেই  ফের সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি এদিনও শিক্ষা প্রতিমন্ত্রী  নির্দেশ উপেক্ষা করেন তাহলে পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করা হবে।

এদিকে  হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এদিন পরেশ মামলার শুনানি আছে। দুপুর তিনটের সময়  বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে।