২০২৪-এ হারার ভয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি: তোপ মমতার

0
2

২০২৪-এ হেরে যাওয়া ভয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের (Jhargram) কর্মিসভা থেকে বিজেপি (BJP) তথা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলায় হেরে গিয়ে এখন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। “তৃণমূল স্তব্ধ হয় না জব্ধ করে”- মন্তব্য মমতার।

বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মিসভার মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, হেরে গিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। আর বদনাম করার হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগাচ্ছে তারা। এভাবে তৃণমূলকে রোখা যাবে না বলেও সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে মমতা বলেন, “বিজেপি পার্টি তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে।“

“এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলে।”- তৃণমূল সুপ্রিমো বলেন, এখানে হিংসা-হিংসা করে বাংলাকে বদনাম করা ষড়যন্ত্র করছে বিজেপি। বাংলায় কোথায় হিংসা? একটা-দুটো ঘটনা হলেও তৎক্ষণাৎ পদক্ষেপ করে পুলিশ-প্রশাসন। মমতা বলেন, ধমকিয়ে-চমকিয়া তৃণমূলকে আটকে রাখা যাবে না।