বারাণসী আদালতে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানির উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
3

বারাণসী দায়রা আদালতে(Banaras court) চলতে থাকা জ্ঞানবাপী মসজিদ(mosque) মামলার শুনানির ওপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত(supreme court)। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিংহের ডিভিশন বেঞ্চে তরফে বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এদিনই মুখ বন্ধ খামে এই মসজিদের অঞ্চলের সমীক্ষা এবং ভিডিওগ্রাফির সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট বারাণসী আদালতে জমা দিয়েছে আদালত নিযুক্ত পর্যবেক্ষক দল। জানানো হয়েছে, আগামী শুক্রবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে বিকেল তিনটেয় জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হবে যার জেরে শুক্রবার পর্যন্ত বারাণসী আদালতে শুনানি মুলতবি রাখা হয়েছে।

প্রসঙ্গত, জ্ঞানবাপীর অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-র আইনজীবী হুফেজা আহমদি। সেই আবেদনের ভিত্তিতে বারাণসী আদালতে এই মামলার শুনানির পর স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। তবে মসজিদের সংশ্লিষ্ট এলাকার সিল করার নির্দেশ এর ওপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের যে আবেদন করেছিল মসজিদ কমিটি এবং সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড তাতে সাড়া দেয়নি দুই সদস্যের ডিভিশন বেঞ্চ।