বাংলার (Bengal) হয়ে কি মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ? তেমনই সম্ভবনা তৈরি হল এদিন। সূত্রের খবর, ঋদ্ধিকে বাংলার হয়ে খেলানোর জন্য এবার আসরে নেমেছেন খোদ বাংলার কোচ অরুণ লাল (Arun Lal)। জানা যাচ্ছে ঋদ্ধিকে ফোন করে তাঁকে শান্ত করেছেন অরুণ লাল। ফোনে দীর্ঘক্ষণ ঋদ্ধিকে বোঝানোর পর বাংলার উইকেটরক্ষক শান্ত হয়েছেন বলেও সূত্রের খবর। তবে এই বিষয়ে বাংলার কোচ বা ঋদ্ধি, কেউই এখনও সরকারি ভাবে মুখ খোলেননি।

সূত্রের খবর, ঋদ্ধিকে ফোন করে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন অরুণ লাল। বলেছেন, যাবতীয় অপমানের জবাব মাঠেই নিজের পারফরম্যান্সের মাধ্যমে দিতে। এবং এও জানা যাচ্ছে, যুগ্ম-সচিবের মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন অরুণ লাল।
আসলে ঘটনার সূত্রপাত, সিএবি-র যুগ্ম সচিবের মন্তব্য নিয়ে ক্ষোভ ছিল ঋদ্ধির। ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুগ্ম-সচিব। অপমানিত ঋদ্ধি ঠিক করেন যে, বাংলার হয়ে আর কোনও দিনও খেলবেন না। এই বিষয় নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে যোগাযোগ করে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ চেয়ে বসেন, যাতে তিনি অন্য রাজ্যের হয়ে খেলতে পারেন তিনি। এমন কী, কোয়ার্টার ফাইনালের দল নির্বাচনের আগেও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে সূত্রের খবর। এরপর বাংলার হয়ে না খেলার সিদ্ধান্ত নেন বাংলার উইকেটরক্ষক। আর ঋদ্ধির এই সিদ্ধান্তের পরেই বঙ্গক্রিকেটে শোরগোল পরে যায়। আর যার ফলে তাঁকে বাংলায় রাখতে এবার আসরে নামতে হল খোদ অরুণ লালকেই।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


















































































































































