এক মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক প্রোমোটারl হুগলির শ্রীরামপুরের হাড়িপাড়া লেন এলাকার ঘটনা এটি। শ্রীরামপুরের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পল্লবী ঘোষের অভিযোগ মঙ্গলবার রাতে রাহুল দে নামে এক প্রোমোটার তাঁর লোকজন নিয়ে এসে প্রথমে তার এক কর্মীর বাড়িতে এবং পরে তার বাড়িতে হামলা চালায় l কী উদ্দেশ্যে তার এই হামলা তা পরিষ্কার না হলেও এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই কাউন্সিলর l এমনটাই জানিয়েছেন ওই মহিলা তৃণমূল কাউন্সিলর। ধৃত রাহুল দেকে বুধবার শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন l যদিও অভিযুক্ত প্রোমোটারের তরফে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।