৩১ বছর জেল খাটার পর সুপ্রিম নির্দেশে মুক্ত রাজীব হত্যাকারী পেরারিভালান

0
1

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(Rajib Gandhi) হত্যায় অন্যতম দোষী এ জি পেরারিভালানকে(A G Perarivalan) শীর্ষ আদালতের তরফে জামিন দেওয়া হয়েছিল আগেই। অবশেষে ৩১ বছর জেলবন্দি থাকার পর মুক্তি পেতে চলেছেন তিনি। তামিলনাড়ু সরকার তাঁর মুক্তির জন্য আগেই আবেদন জানিয়েছিল। বিশেষ অধিকার প্রয়োগ করে সেই আবেদনই এদিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। মাত্র ১৯ বছর বয়সে গ্রেফতার রাজীব হত্যায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকে জেলবন্দি থাকা পেরারিভালান এবার মুক্তি পেতে চলেছেন।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরের একটি নির্বাচনী জনসভায় তত্‍কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে LTTE’র আত্মঘাতী বিদ্রোহী। এই ঘটনায় নলিনী-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে TADA আদালত। এই হত্যাকাণ্ডের সঙ্গেই যুক্ত ছিল পেরারিভালান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজীব হত্যায় ব্যবহৃত বেল্ট বোমায় ব্যবহারের জন্য একটি ৮ ভোল্টের ব্যাটারি কেনার। এর জেরে ১৯৯৯ সালের মে মাস থেকে জেলবন্দি হন পেরারিভালান। ১৯৯৯ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০১৪ সালে তার এবং অন্য দুই অপরাধী মুরুগান ও সান্থানের সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন:হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মন্ত্রী পরেশ অধিকারী

উল্লেখ্য, পেরারিভালন বর্তমানে জামিনে মুক্ত আছেন। তিনি নিজের স্থায়ী জেলমুক্তির আবেদনে লিখেছিলেন, ‘আমি ৩১ বছর ধরে জেলে বন্দি অবস্থায় রয়েছি। তাই আমায় এ বার রেহাই দেওয়া হোক।’ ২০০৮ সালে তামিলনাড়ু মন্ত্রিসভা তাঁর মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করেছিল। রাজ্যপাল মন্ত্রিসভার সেই সিদ্ধান্তকে রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠান। তখন থেকেই পেরারিভালনের মুক্তি-মামলা থমকে আছে। সুপ্রিম কোর্ট গত ১০ মে এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রাখে। বুধবার সুপ্রিম কোর্ট রাজীব হত্যাকারীর মুক্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি এ-ও জানিয়ে দেয়, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে বাধ্য সেই রাজ্যের রাজ্যপাল।