ssc : আজ সন্ধে ৬টায় পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

0
1

এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬ টায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সিবিআই।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গঠিত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে পার্থ সিবিআইয়ের কাছে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই।

শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রীই নন এদিন সুপারিশ কমিটির পাঁচ সদস্যকেও সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সুপারিশ কমিটির পাঁচ সদস্যকে বিকেল ৪টের মধ্যে সিবিআই দফতরে যেতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং অন্য সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জিও জানিয়েছেন।