গোটা বিষয়টিই আদালতের বিচারাধীন। ফলে মন্তব্য করা সমীচীন নয়। আদালত যা নির্দেশ দিয়েছে তার ভিত্তিতে বিষয়টি রাজ্য সরকার দেখবে। এসএসসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুধবার এ কথা বলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার অত্যন্ত ভাল কাজ করছে। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই এই প্রেক্ষিতে কোনও মন্তব্য করা ঠিক নয়। যদি কোনও একজন ব্যক্তির কাজে পড়ুয়াদের ক্ষতি হয়ে থাকে তবে আইন আইনের পথে চলবে। তার জন্য দল বা সরকারকে দায়ী করাটা ঠিক হবে না। দু একজনের ভুলকাজের জন্য তৃণমূল সরকারের এত এত ভালো কাজকে কলুষিত করা যায় না। তৃণমূল কখনোই কোনও অন্যায়কে সমর্থন করে না।
তৃণমূল মুখপাত্র এদিন আরো বলেন মুষ্টিমেয় মাত্র কয়েকজনের অন্যায় কাজে মানুষ ক্ষতিগ্রস্ত হন তবে দল তা সমর্থন করবে না। আইন আইনের মতো চলবে। মহামান্য আদালতের সঙ্গে তর্কে যাওয়ার কোনও প্রশ্ন ওঠে না। কিন্তু সরকারের দায়িত্বে বা পদে কে থাকবেন সেটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত । বিষয়টা রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়াই ভালো।






























































































































