কুতুব মিনার গড়েছিলেন বিক্রমাদিত্য: দাবি পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন আধিকারিকের

0
1

কুতুব মিনার(Qutab minar) কার তৈরি? দেশের ইতিহাস বই বলে, কুতুবুদ্দিন আইবক। তবে পাঠ্য বইয়ের সেই দাবি এবার খারিজ করলেন ভারতীয় সর্বেক্ষণ বিভাগের (এএসআই) প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মা। তাঁর বিস্ফোরক দাবি, কুতুবুদ্দিন আইবক(Qutabuddin Ibak) নন, সূর্যের অবস্থান দেখতে পঞ্চম শতাব্দীতে এই মিনার বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য(Vikramaditya)।

সম্প্রতি এএসআই ধরমবীর শর্মা দাবি করেছেন, “এটা কোনওভাবেই কুতুব মিনার নয়। সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করার জন্য এই মিনার তৈরি করা হয়েছিল। পঞ্চম শতকে রাজা বিক্রমাদিত্য এই মিনার বানিয়েছিলেন। আমার কাছে এ বিষয়ে অনেক প্রমাণ আছে।” শুধু তাই নয়, তিনি নিজে একাধিকবার কুতুব মিনারের সমীক্ষা করেছেন বলেও দাবি করেছেন। ওই আধিকারিক আরও দাবি করেছেন, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ণের মধ্যবর্তী সময় অর্থাৎ ২১ জুন সূর্যের অবস্থান পর্যবেক্ষণের জন্য এই মিনারটি বানানো হয়। এই মিনারটি ২৫ ইঞ্চি হেলানো। সূর্যের আলোয় যাতে মিনারের কোনও ছায়া না পড়ে সেই ভাবেই বৈজ্ঞানিক পদ্ধতিতে বানানো হয়েছিল এই মিনার। এটি স্বয়ংসম্পূর্ণ একটি স্থাপত্য। এর কাছে থাকা মসজিদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। মনকি কুতুব মিনারের দরজাও উত্তরমুখী। ধ্রুবতারাকে দেখতেই মিনারের দরজা উত্তরমুখী করা হয়েছে।

আরও পড়ুন:মাওবাদী নেই, গুজব ছড়ানো চেষ্টা হচ্ছে: ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, গত বছর অভিযোগ উঠেছিল ২৭টি হিন্দু ও জৈন মন্দির আংশিক ভাবে ভেঙে নিজের নামে মিনার বানান কুতুবুদ্দিন আইবক। এই মিনার চত্বরে সেই মন্দিরগুলি পুনর্নির্মাণের দাবিতে দিল্লির সাকেত আদালতে তিনটি মামলা দায়ের হয়। যদিও সেই মামলা খারিজ করে দেন সাকেত আদালতের বিচারপতি। এহেন পরিস্থিতির মাঝে ধরমবীর শর্মার এহেন দাবি নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।