গরমের ছুটিতেও মিড ডে মিল দেওয়া হবে পড়ুয়াদের

0
3

স্কুলে গরমের ছুটি পড়ে গেলেও মিড ডে মিল কিন্তু বন্ধ হচ্ছে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর।  এ নিয়ে মঙ্গলবারই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২৫ মে থেকে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। প্রত্যেক জেলাশাসক, জিটিএ’র অধিকর্তা, শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদকে এদিন নির্দেশিকাটি পাঠানো হয়েছে। সাধারণত ২ কিলো চাল, ২ কিলো আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল ও একটি সাবান বরাদ্দ থাকে পড়ুয়াদের জন্য। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলে জানানো হয়েছে।  এর আগে করোনা অতিমারির সময়ও স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল দেওয়া বন্ধ করেনি রাজ্য।  সেই সময় যেমন মিড ডে মিলের ভারপ্রাপ্ত শিক্ষকরা অভিভাবকদের হাতে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী তুলে দিতেন, এ ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে জানা গিয়েছে।