বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (World Boxing) ফাইনালে ভারতীয় বক্সার নিখাত জারিন (Nikhat Zareen)। বুধবার মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। এদিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে হারিয়ে দিলেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে। বুধবার ঠান্ডা মাথায় ব্রাজিলের প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন জারিন। তবে নিখাত জিতলেও, হেরে গিয়েছেন ভারতের মনীষা মোন এবং পারভিন হুডা।

এর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি এই প্রতিযোগিতা জিতেছিলেন। ২০০৬ সালে এই প্রতিযোগিতায় আটটি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল দেশের সেরা সাফল্য। শেষবার এই প্রতিযোগিতায় রুপো পেয়েছিলেন মঞ্জু রানি। এবং ব্রোঞ্জ পদক পেয়েছিলেন মেরি কম।
এদিকে ৫৭ কেজি বিভাগে মনীষা মোন এবং ৬৩ কেজি বিভাগে পরভিন হুডা সেমিফাইনালে হেরে গিয়েছেন। ব্রোঞ্জ পদক পাবেন তাঁরা।
আরও পড়ুন:Atk Mohunbagan: কেরলের কাছে ২-৪ গোলে হারল এটিকে মোহনবাগান


















































































































































