ভয়াবহ বন্যায় ভাসছে অসম।বিপর্যস্ত জনজীবন। গৃহহীন প্রায় ৪ লক্ষ মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জলের তোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিগুলিও উল্টে যাওয়ার ঘটনা ঘটে। বন্যার জেরে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।বাতিল হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষাও। রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা এই বিষয়ে এক নির্দেশিকা জারি করেছে।


আরও পড়ুন:নির্ধারিত সময়ের ৪০মিনিট আগেই CBI দফতরে বিধায়ক পরেশ পাল


মঙ্গলবার ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ ।


বন্যার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বন্যা মোকাবিলায় অসমকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।


অবিরাম বর্ষণে ১৪ টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভাসছে বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, হোহাই, কার্বি আংলং, কোকরাঝাড়, লখিমপুর, নাবালগাঁও, জোড়হাট ও কামরুপ । ভূমিধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে ডিমা হাসাও, হাইলাকান্দি এবং করিমগঞ্জ। ভারী বৃষ্টিপাতের কারণে জাতীয়সড়ক এবং পাঁচটি রাজ্যসড়ক ক্ষতিগ্রস্ত । বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































