ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটল গুজরাটের মোরবিত এলাকায়। এই এলাকার একটি লবণ তৈরির কারখানার দেওয়াল ভেঙে মর্মান্তিক মৃত্যু হল ১২ জনের। আহত হয়েছেন আরও বহু মানুষ। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে গুজরাটের মোরবির হালভাদ GIDC কারখানার একটি দেওয়াল ভেঙে পড়ে। তখন ওই কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দুর্ঘটনার জেরে দেওয়াল চাপা পড়ে যান কারখানায় কর্মরত শ্রমিকরা। তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে। এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এখন অনেকে চাপা পড়ে চয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। অনুমান করা হচ্ছে, হতাহতের সঙ্খ্যা আরও বাড়তে পারে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। মৃত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে গুজরাত সরকারও।

















































































































































