ফের শিরোনামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়(Rabindra Bharati University) । এবার পরীক্ষা পদ্ধতি বদলের দাবিতে পড়ুয়াদের তাণ্ডব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সকাল থেকেই ঘেরাও করা হয় উপাচার্যকে। অনলাইন পরীক্ষার(Online Exam) দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) উপাচার্যের (Vice-Chancellor) ঘরের দরজায় আঘাত করেন উত্তেজিত পড়ুয়ারা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ(Police)।
নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার কথা ঘোষণা করেছে। যেহেতু করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে তাই রাজ্যের প্রায় সব স্কুল কলেজেই অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। সেইমতো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার কথা ঘোষণা মাত্রই পড়ুয়াদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাঁদের দাবি অফলাইন নয়, অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে হবে । এই দাবি তুলে আজ সকাল থেকেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। উপাচার্যের ঘরের কাছে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। কোভিড পরবর্তী সময়ে তাঁরা কোনও ভাবেই অফলাইনে পরীক্ষা দিতে প্রস্তুত নন বলে জানান তাঁরা। অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেই চলে তাণ্ডব। অবস্থা বেগতিক দেখে পুলিশ ডাকতে বাধ্য হন উপাচার্য স্বয়ং। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে।


















































































































































