‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল’- এমনটা তো কতই ঘটে বিশেষ করে আধার কার্ডে(Aadhar Card)আকছার হয় এমন। আধার কার্ডের নাম বিভ্রাট নিয়ে মাঝে মাঝেই তোলপাড় হয় নেটমহল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়
(Social Media)ভাইরাল হয়েছে আবার সেই একই ঘটনা।যা শুনে মানুষ হাসবে না কাঁদবে বুঝে পাচ্ছেন না।আধার কার্ডে যুবতী অর্চনা বর্মণ হয়ে গেলেন ‘অচেনা হরমোন’ ।এমন আজব নাম দেখে হতবাক ওই যুবতীর পরিবার। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই যুবতীর আধার কার্ডটি।
গত কয়েকমাস আগে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এক খুদের আধার কার্ডে এসছিল ‘মধুর পঞ্চম সন্তান’ সেই নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া।সেই কার্ডে শিশুটির আধার নম্বরও ছিলনা। ফলে স্কুলে ভর্তি করান যায়নি তাকে।এ যেন তারও এক কাঠি উপরে।ভাইরাল হওয়া ওই যুবতীর আধার কার্ড শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে যে, আধার কার্ডে ওই যুবতীর নামের জায়গায় লেখা রয়েছে ‘অচেনা হরমোন’। যুবতীর আসল নাম হল অর্চনা বর্মণ।এমন একটি ভুল সামনে এসেছে যা দেখে সকলেই চমকে উঠেছে।যদিও আধার কার্ডের সত্যতা যাচাই করা হয়নি।কার্ডটা সত্যি না মিম সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।