PWD-র দাবি বেশি, ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই: কড়া বার্তা মমতার

0
1

তিনদিনের জঙ্গলমহল(Jangalmahal) সফরে মঙ্গলবার, মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।পর্যটনকেন্দ্রে থেকে সিনেমাহল (Cinema Hall), মহিলা স্পোর্টস অ্যাকাডেমি( Women Sports Academy) থেকে গাছকাটা নজরদারি- বিভিন্ন বার্তা দিলেন মমতা। কৃষকরত্ন পুরস্কারও দেন মুখ্যমন্ত্রী(CM)।

কী বললেন মুখ্যমন্ত্রী –

• ১০০ দিনের কাজে কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না
• ৫ মাস ধরে কেন্দ্রের টাকা বকেয়া, কর্মীদের টাকা দিতে সমস্যা হচ্ছে
• ১০০দিনের কাজে টাকা অন্য প্রকল্প থেকে ক্রাইসিস ফান্ড তৈরি করতে হবে
• গাছ কেটে বিক্রি করা বন বিভাগের কাজ, এগুলি দলের কাজ নয়, দল অনুমতি দেয় না
• ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত না হলে বর্ষায় এলাকায় সমস্যা হবে
• শালবনিতে গাছ কাটা নিয়ে পুলিশ যেন কড়া ব্যবস্থা নেয়
• গড়বেতার ৩ ব্লকে কাজ হচ্ছে না কেন, পঞ্চায়েত সমিতির কাজ কী?
• মাওবাদীরা আত্মসমপর্ণ করলে তাদের চাকরি দেওয়া হবে
• পিডব্লউডি-দিয়ে সব কাজ করানোর দরকার নেই
• বাইরে থেকে লোক বাংলায় এসে গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে
• পুলিশকে নাকা চেকিং-এর নির্দেশ
• ট্রেনেও নজরদারি করতে হবে
• রাজ্য সরকারি পোর্টালে যে কোনও ফাঁক না থাকে
• জন্ম-মৃত্যুর নথি পোর্টালে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর
• খড়্গপুর টাউনে ফুটপাথ তৈরি ও গাছ লাগানো নির্দেশ মুখ্যমন্ত্রীর
• পাড়ায় পাড়ায় সমাধানে ছোট প্রকল্প করা হবে
• শালবনি স্টেডিয়ামে মহিলা ফুটবলারদের অ্যাকাডেমি করা হবে
• লাটসাহেব : রাজ্যপালকে নাম না করে তীব্র খোঁচা মুখ্যমন্ত্রীর
• রানি শিরোমণি মন্দির ঘিরে পর্যটনকেন্দ্র নির্মাণ, প্রবীণ পুরোহিতকে পেনশন দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
• গনগনিতে হোম-স্টে করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর
• বিদ্যাসাগর পার্কে তৈরি হচ্ছে সাইকেল কারখানা
• সাইকেল হাব তৈরিতে ৩০০ কোটি টাকা বিনিয়োগ পাঁচ শিল্পপতির
• মেদিনীপুরে সিনেমাহল তৈরি হবে, প্রথম দেখানো হবে দেবের ‘কিশমিশ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
• মেদিনীপুর হাসপাতাল প্রতিদিন পরিষ্কার, বেডের ব্যবস্থা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
• DIG, IG, ADG-রা বেশিরভাগ সময় পোস্টিং এরিয়ায় থাকবেন
• ২০২৪-এর মধ্যে ঘরে ঘরে পানীয়জল পৌঁছে যাবে
• যারা হাতে কলমে কাজ করতে পারে তাদের সঙ্গে শিল্পপতিদের মিলিয়ে দিয়ে একটা পরিকল্পনা করতে হবে
• পাঁচবছরের মধ্যে সব আদিবাসীদের বাড়ি তৈরির টাকা দেওয়া হবে
• গুপ্তমণি মন্দিরে সংস্কারের জন্য টাকা দেওয়ার নির্দেশ
• লোধা এলাকায় কোচিং সেন্টার করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর
• ছোট সংবাদ মাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দিতে হবে
• জেলা পরিষদ-সহ সবাইকে ডিএম-এসপিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে