সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার বিরাট জয়, জিজ্ঞাসাবাদ কলকাতাতেই করতে হবে

0
2

সুপ্রিম কোর্টে জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তদন্তকারী এজেন্সি ইডিকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে।

আরও পড়ুন:সবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য


কয়লা মামলায় অভিষেক এবং রুজিরাকে বারেবারে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়। অভিষেক দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবং সেইসঙ্গে কোর্টের কাছে আবেদন রাখেন তাঁকে প্রয়োজনে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হোক। এর পেছনে অভিষেকের তরফে যুক্তি ছিল – ১) এই মামলায় তিনি অভিযুক্ত নন২)কলকাতাতে যতবার ডাকা হয়েছে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন।  তাঁর স্থায়ী ঠিকানা কলকাতা। অভিষেকের আইনজীবীর এই যুক্তিকে মান্যতা দিয়ে বিচারপতি ইডির আইনজীবীকে দিল্লি ডেকে আনার কারণ জানতে চান।  কারণের উত্তর না দিয়ে সময় চাওয়া হয়েছিল। মঙ্গলবার শুনানিতে স্পষ্ট ভাষায় ইউ ইউ ললিত, রবীন্দ্র ভাট, শুধাংশু ধুলিয়া বেঞ্চ জানিয়ে দেন জিজ্ঞাসাবাদ করলে কলকাতাতেই করতে হবে।




সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিশ্চিতভাবে অভিষেক রুজিরার জয়। এই ঘটনার মধ্যে অনেকেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছে। কোর্টের রায়ে সত্যেরই জয় হল।