ফের রাজ্যই সেরা। সাইকেলের গুরুত্ব বুঝেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’চাকায় ভর করে মানুষের রোজকার জীবনের মান বদলে যেতে পারে। একথা উপলব্ধি করে তাঁর ভাবনায় আসে ‘সবুজসাথী প্রকল্প’। শুরু হয় স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার মহাযজ্ঞ। এবার তাঁর সেই প্রকল্পের সার্থকতার ছবি ফুটে উঠল কেন্দ্রের রিপোর্টে। সমীক্ষা বলছে, বাংলার ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি করে সাইকেল রয়েছে। যা সারা দেশের নিরিখে সর্বাধিক।


আরও পড়ুন:আন্দামানে বর্ষা , বঙ্গে কবে থেকে বৃষ্টি?


ভারত সরকার পাঁচ বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সেই লক্ষ্যেই সারা দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় অন্য অনেক তথ্যের পাশাপাশি জানতে চাওয়া হয়, পরিবারে সাইকেল আছে কি না। সাইকেল থাকা বা না থাকার সঙ্গে একদিকে যেমন রাজ্যের আর্থিক মানদণ্ড সম্পর্কে ধারণা করা যায়, তেমনই সাইকেল পরিবহন ও শরীর-স্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা নিয়ে থাকে।




জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম রিপোর্টটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০১৯-২০২১, এই দু’বছর ধরে চলা সমীক্ষায় দেখা গিয়েছে পরিবার পিছু সাইকেল থাকার ক্ষেত্রে বাংলাই প্রথম। পশ্চিমবঙ্গের ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি সাইকেল রয়েছে। যা সারাদেশের নিরিখে সর্বাধিক। দেশের সার্বিক হার ৫০.৪ শতাংশ। তার থেকে অনেকটাই উপরে বাংলা। বিজেপি শাসিত রাজ্য গুজরাতে সাইকেল রয়েছে এমন পরিবার মাত্র ২৯.৯ শতাংশ। বাংলায় ‘সবুজসাথী প্রকল্পের’ জন্যই সাইকেলের পরিমাণ এত বেশি বলে দাবি ওয়াকিবহালমহলের। এর জন্য কেন্দ্র থেকে শুরু করে আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান রাজ্য সরকারের প্রশংসা করেছেন।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































