কাঁকড়া (Crab)খাওয়ার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয় দিঘায়(Digha) বেড়াতে আসা এক পর্যটকের(Tourist)। মৃতের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। বয়স ৬২। কাঁকড়া খেয়ে শরীরে অস্বস্তির সঙ্গে সঙ্গে তাঁকে দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরেই মৃত্যু হয় সেই পর্যটকের। ঘটনায় চাঞ্চল্য দিঘায়। কারণ পর পর কাঁকড়া খেয়ে পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটছে দিঘায় এমনটাই খবর। স্বাভাবিকভাবেই পর্যটন শহরে বার বার এই প্রশ্ন উঠছে তাহলে সামুদ্রিক কাঁকড়া কি প্রাণঘাতী? তাহলে কেন পরিবেশন করা হচ্ছে কাঁকড়া ? কেনই বা খেয়ে বিপদে পড়ছেন পর্যটকরা। যদিও এ নিয়ে এখনই কিছু জানান নি চিকিৎসকরা ।

গত কয়েকমাসে দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে কয়েকমুহূর্ত পরেই একাধিক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবারও একই ঘটনা ঘটল কাঁকড়া সহযোগে দুপুরের খাবার খেয়ে মৃত্যু হল এক পর্যটকের। তিনি দুপুরে কাকড়া দিয়ে ভাত খেয়ে সমুদ্রে স্নান করতে যান কিছুক্ষণ পরেই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। তৎক্ষণাৎ তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত্যু হোয় তাঁর । মৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে।















































































































































