অফলাইনে পরীক্ষা রবীন্দ্রভারতীতে, অন্য ২ বিশ্ববিদ্যালয়ে অনলাইনেই

0
1

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati) স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষাই হবে অফলাইনে (Offline)। জানিয়েছেন উপাচার্য। তবে, কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনেই (Online)।

করোনাকালে গত দুবছর ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। পঠনপাঠন বজায় ছিল অনলাইনে। বড় পরীক্ষাও হয়েছে অনলাইনে। দীর্ঘদিন অনলাইনে লেখাপড়ার পরে সেইভাবেই পরীক্ষার দাবি জানান পড়ুয়ারা। এই পরিস্থিতিতে স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে বলেছিল উচ্চশিক্ষা দফতর। এরপরই কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা জানালেও, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, তাঁদের বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা হবে অফলাইনেই।

যদিও অনলাইনে পরীক্ষার দাবি তুলেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের তরফেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন জমা পড়েছিল বিকাশ ভবনে। তবে, স্রোতের বিপরীতে হেঁটে সিদ্ধান্ত নিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।