পেট পরিষ্কারে ইসবগুলের (Isabgul)ভুসির জুড়ি নেই।আর এই গরমে আইসক্রিমেও (Icecream) যদি থাকে ইসবগুল তাহলে তো কথাই নেই। রথদেখা,কলাবেচা দুই-ই হবে গরমে আরাম তো বটেই সঙ্গে প্রাতঃকৃতেও আরাম কারণ ফাইবার সমৃদ্ধ এই ভুসি গুঁড়ো খেলে মলত্যাগ স্বাভাবিক ও পরিষ্কার হয়। চিকিৎসকেরাও এটি খেতেও বলেন সময় সময়। তাই আম-ব্লুবেরি -চকোলেট-বাটারস্কচের পর এবার আইসক্রিমে ইসবগুলের ভুসি? সম্প্রতি ভারতীয় কোম্পানি ‘আমূল’-আনতে চলেছে এই নতুন আইসক্রিম। সেই বিজ্ঞাপনকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই আইসক্রিমের বিজ্ঞাপন নিয়ে চর্চা শুরু করেছেন নেটিজেন। আইসক্রিমপ্রেমীদের এক মহল বেশ খুশি,আবার অপর মহল বেশ অখুশি তাঁদের মতে পেট পরিষ্কার করার ইসবগুল দিয়ে প্রিয় আইসক্রিম? ছি ছি করছেন অনেকে।এক ইউজার ওই ছবি শেয়ার করে লিখেছেন, ‘না, ধন্যবাদ’। অনেকের আবার প্রশ্ন, এটা কি ওষুধের দোকানে পাওয়া যাবে? তবে অনেকে আবার বলছেন, যে সমস্ত শিশুদের কোষ্ঠকাঠিন্যের রোগ রয়েছে, তাদেরকে সহজেই এটা খাইয়ে জব্দ করা যাবে।